ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে র‌্যাব-১২

0

নিজস্ব প্রতিনিধি : র‌্যাব-১২, সিপিএসসি সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে । গত ০৫/১০/২০২০ইং তারিখে সিরাজগঞ্জ সদর উপজেলার ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইলকোর্ট পরিচালনা করে দুইটি প্রতিষ্ঠানাকে সর্বমোট ১ লক্ষ জরিমানা করেছে জেলা প্রশাসন সিরাজগঞ্জ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তানজিল পারভেজ এবং স্পেশাল কোম্পানী, র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে স্পেশাল কোম্পানী র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ। প্রতিষ্ঠান দুটি হলো যমুনা ফøাওয়ার ফুডস্কে মেয়াদ উর্ত্তীণ লবণ ব্যবহার করে খাবার তৈরির অপরাধে এবং এনজেল ফুডস্ বেকারীকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহারের দায়ে উভয়কে ৫০ হাজার টাকা করে সর্বমোট ১ লক্ষ টাকা জরিমানা করেন। জরিমানাকৃত ব্যবসায়ীরা হলেন সদর থানাধীন দেওয়ান তোফাজ্জল হোসেনের ছেলে, দেওয়ান শহীদুজ্জামান(৪২) এবং রামগাতী বেলকুচি রোড সিরাজগঞ্জ সদর থানাধীন মোঃ আবুল হোসেনের ছেলে, মোঃ হাবিব(৩০) পরবর্তীতে তাদের নিকট হইতে জরিমানা আদায় পূর্বক খালাশ প্রদান করা হয়

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.