ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে ০৩ ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে র‌্যাব

0

নিজস্ব প্রতিনিধি : র‌্যাব-১২, সিপিএসসি সিরাজগঞ্জ কর্তৃক ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে ০৩ ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা। গত ০৬/১০/২০২০ইং তারিখে দুপুর ১.৩০ ঘটিকায় সিরাজগঞ্জ সদর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইলকোর্ট পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানাকে সর্বমোট ১ লক্ষ টাকা জরিমানা করেছেন সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদ হাসান রনি এবং স্পেশাল কোম্পানী, র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে স্পেশাল কোম্পানী র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।

প্রতিষ্ঠান তিনটি হলো ধাঁনসিড়ি দইঘর প্রতিষ্ঠানরে মালিককে ২০,০০০/-টাকা, এসএস মদিনা ফুডস প্রোডাক্টস এর মালিককে ৬০,০০০/- টাকা এবং বনলতা সুইটস এন্ড বেকারীর মালিককে ২০,০০০/-টাকা, পন্যের মোড়ক ব্যবহার না করায় এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়া জাতকরণ অপরাধের দায়ে সর্বমোট ১ লক্ষ টাকা জরিমানা করেন। জরিমানাকৃত ব্যবসায়ীরা হলেন সদর থানাধীন, ১। কানিজ ফাতেমা(৫৩) পিতা- মৃত কোবাত আলী,সাং-সয়া ধানগড়া ,এর মেয়ে, ২। হাজী মোঃ একাব্বর(৫০) পিতা- হাজী হাসান আলীর, সাং- বনবাড়িয়া এর ছেলে, ৩। মোঃ আশরাফুল ইসলাম(৩৬), পিতা- মোঃ আইয়ুব আলী, সাং- হোসেনপুর এর ছেলে। পরবর্তীতে তাদের নিকট হইতে জরিমানা আদায় পূর্বক খালাশ প্রদান করা হয়।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.