পাবনায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ঈদ উল আযহা পালিত

0

পাবনা প্রতিনিধি : পাবনায় ধর্মীয় ভাবগম্ভীর্য ও ত্যাগের মহিমায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ঈদ উল আযহা পালিত হয়েছে। পাবনায় প্রথম নামাজ অনুষ্ঠিত হয় সকাল ৮ টায় পাবনা পুলিশ লাইন ময়দানে। এছাড়াও সদর গোরস্থান ময়দান, চাপাবিবি জামে মসজিদ, কলাবাগান ঈদগাহ মাঠ, সরকারী এডওয়ার্ড কলেজ মাঠসহ বিভিন্ন মসজিদ ও ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

জামাতে সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স , পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল ও পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল হাসান নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় ও সমগ্র মুসলিম উম্মদের দীর্ঘায়ু কামনায় মোনাজাত করা হয়।

এছাড়া পাবনার বিভিন্ন উপজেলায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

Loading...

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.