বড় ভাইয়ের ঘর দখল করতে জিডি ॥ ছোট ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ

0

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে মেজো ভাইয়ের ঘর দখল করতে সাধারণ ডায়েরি করেছে ছোট ভাই মতিয়ার রহমান। মেজো ভাইয়ের ঘর জবরদখল মুক্ত করতে থানায় অভিযোগ করেছেন সেজো ভাই মনিরুজ্জামান মন্টু। ঘর জবরদখলের অভিযোগ মিথ্যা বলে দাবি মতিয়ার রহমানের।
আভিযোগে জানাগেছে, মনিরুজ্জামানের মেজো ভাই আনোয়ার হোসেন খান ঢাকায় বসবাস করেন। ১৯৯৬ সালে গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের পৈত্রিক ভিটায় বসবাসের জন্য বাড়ি নির্মাণ করেন। ১৯৯৯ সালে ঐ বাড়ির দোতলায় দুই রুমের একটা ফ্লাট তৈরি করেন তিনি। বসবাস করার এক পর্যায়ে ২০০১ সালে ছোট ভাই মতিয়ারের থাকার জন্য ব্যবস্থা করেন। পরবর্তীতে বাবা-মা মারা গেলে বাড়ি তার নিজের দাবি করে ছোট ভাই মতিয়ার রহমান। তখন অন্য ভাইবোনরা বাড়ির দখল ছাড়তে অনুরোধ করলেও সে ঘরে ছাড়েনি। আনোয়ার হোসেন ঢাকায় অবস্থান করার সুযোগে ২৭ জুলাই ২০২০ তারিখে দোতলার ঘরও নিজের দাবি করে তালা বদ্ধ করে রাখে। দোতলা বাসার গৃহপরিচারিকা বেবী খাতুনকেও বাড়ি থেকে বের করে দেয়। স্থানীয় ভাবে মিমাংসা করার চেষ্টা করা হলেও তা মানতে নারাজ মতিয়ার রহমান। তবে কয়েকদিনের জন্য তালা খুলে দিলেও ৩০ সেপ্টেম্বর ২০২০ পুনরায় তালাবদ্ব করে দেই।
মতিয়ার রহমান বলেন, বাবা মারা যাওয়ার সময় বাড়ি আমাকে দিয়ে গেছে। আমার বড় ভাই জানে, ঘরের জমিও আমার তাই ঘর আমার। আমিই কয়েকদিন আগে আমার সেজো ভাইয়ের নামে গাংনী থানায় জিডি করেছি।
জিডির বিষয়ে মনিরুজ্জামান বলেন, মেজো ভাইয়ের ঘর জোরপূর্বক দখল করার জন্যই মিথ্যা অভিযোগে জিডি করেছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওবাইদুর রহমান জানান, মতিয়ার রহমান কয়েকদিন আগে তার ভাইয়ের নামে জিডি করেছে। আজ বৃহস্পতিবার মনিরুজ্জামন মন্টু তার মেজো ভাই আনোয়ার হোসেনের ঘর দখলমুক্ত করতে অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.