কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতি লিঃ এর সাবেক সভাপতি ও ম্যানেজারের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

0

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা দামুহুদায় কুড়ুলগাছি আদর্শ সমবায় কৃষক সমিতির লিমিটেড এর টাকা আত্মসাতের অভিযোগ সাবেক সভাপতি সরফরাজ উদ্দিন ও ম্যানেজার মো আশরাফুল হক জাকির এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বর্তমান সভাপতি ও ম্যানেজার আজ দুপুরে সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা বলেন বিগত কমিটির সভাপতি মোঃ সরফরাজ উদ্দীন ও ম্যানেজার মোঃ আশরাফুল হক (জাকির) এর নিকট থেকে বিগত ইংরেজি ০৫-১১-২০২১ তারিখে সমিতি পরিচালনার দায়িত্বভার গ্রহণ করি। সমিতিতে রক্ষিত বার্তা পত্রে। সমিতির দেনার পরিমাণ ৫৭,৪০,৭০০ ( সাতান্ন লক্ষ চল্লিশ হাজার সাতশত) টাকার মধ্যে বি.আর.ডি.বি হাতে নেওয়া ১৬,৩১,৭০০ (ষোল লক্ষ একত্রিশ হাজার সাতশত) টাকা ও অবশিষ্ট একাধিক ব্যক্তির কাছে থেকে শতকরা ২০% হারে মুনাফা দেবার শর্তে নেওয়া ঋণের পরিমাণ ৪১,০৯,০০০ (একচল্লিশ লক্ষ নয় হাজার) টাকা। এই বিশাল ঋণের বোঝা নিয়ে সমিতি পরিচালনা করা একেবারে অসস্থান। ফলে আমরা বিশেষ সাধারন সভার আয়োজন করি এবং বিশেষ সাধারণ সতায় দায়-দেনার বাস্তব অবস্থা সম্পর্কে সকল সদস্যদেরকে অবহিত করি। সভায় সিদ্ধান্ত হয় যে, এই বিশাল পরিমাণের দেনা কিভাবে হলো তা খাতা পত্র খতিয়ে দেখে যারা এই দেনা করেছে তাদের কাছ থেকে টাকা ফেরত নিয়ে দেনা পরিশোধ করতে হবে। কারণ নিয়ম অনুযায়ী সেচ কাজ চালানোর জন্য যত টাকা ঘরচ হয়েছিল ফসল কাটার সময় বিঘাপ্রতি সেচ রেট নির্ধারন করেই তত টাকা সেচ খরচা আদায় করেছিলো। তাহলে এতো টাকা সমিতির দেনা হবে কেনো? এবং এই দেনা তাদেরকেই বহন করতে হবে। সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান কমিটি খাতাপত্র খতিয়ে দেখে দেখতে পায় সাবেক কমিটির চেয়ারম্যান মোঃ সরফরাজ উদ্দীন ও ম্যানেজার মোঃ আশরাফুল হক জাকির অতিরিক্ত ২৮,৭৭,৭০০ (আঠাশ লক্ষ সাতাত্তর হাজার সাতশত) টাকা কম নিয়েছেন নিয়ম অনুযায়ী যা নেওয়ার প্রয়োজন ছিলো না।

এ ব্যাপারে জনাব মোঃ সরফরাজ উদ্দীন ও আশরাফুল হক জাকিরকে সমিতির অফিসে ডাকা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয় যে, এই ঋণের টাকা কেন নিলেন এবং কোন কাজে খরচ করলেন? উত্তরে তারা বললেন অফিস ঘরের ছাদ নির্মাণ ও সদস্যদের মুনাফা বাবদ ১৪,২২,৮৮০ (চৌদ্দ লক্ষ বাইশ হাজার আটশত আশি) টাকা উন্নয়ন কাজে খরচ করেছি। অবশিষ্ট ১৪,৫৪,৮৮০ (চৌদ্দ লক্ষ চুয়ান্ন হাজার আটশত আশি) টাকা কোন কাজে খরচ করেছে জিজ্ঞাসা করলে তার হিসাব / জবাব দিতে পারেন নাই। বিধায় বর্তমান কমিটি জনাব সরফরাজ উদ্দীন ও জনাব মোঃ আশরাফুল হক জাকিরের নিকট উচ্চ ১৪,৫৪, ৮৮০(চৌদ্দ লক্ষ চুয়ান্ন হাজার আটশত আশি) টাকা সমিতির তহবিলে ফেরত চাহিয়া বিগত ইংরেজি ০৬-০৭-২০২২ তারিখে নোটিশ প্রদান করে। অদ্যবধি তারা সমিতির তহবিলে টাকা ফেরত দেন নাই। গত ১২-০৭-২০২২ ইং তারিখ সমিতির বার্ষিক সাধারন সভায় সাবেক সভাপতি মোঃ সরফরাজ উদ্দীন ও ম্যানেজার মোঃ আলরাফুল হক জাকির উপস্থিত ছিলেন কিন্তু উক্ত টাকা ফেরত দেবার বিষয়ে বক্তব্য বা কোন মতামত পেশ করেন নাই বিধায় বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী পুনরায় এক মাসের সময় দিয়ে টাকা ফেরতের নোটিশ দেওয়ার জন্য সমিতির বর্তমান সভাপতি মোঃ মিজানুর রহমান ও ম্যানেজার মো আব্দুল হাকিম কে দায়িত্ব দেওয়া হয়, সিদ্ধান্ত অনুযায়ী গত ৪ সেপ্টেম্বরে টাকা ফেরতের জন্য চিঠি দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতি লিঃএর বর্তমান সভাপতি ও ম্যানেজার সহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.