রাঙামাটিতে স্বতঃস্ফূর্তভাবে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়

0

মাহফুজ আলম, নিজস্ব প্রতিবেদক : সব ধর্ম বর্ণের মানুষ যাতে সমাজে একসঙ্গে মিলে মিশে বসবাস করতে পারে সেই লক্ষ্যে রাঙামাটিতে জেলা প্রশাসনের আয়োজনে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সকল ধর্ম ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এম আব্দুল আলী মঞ্চ প্রাঙ্গনে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব-বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. সেলিনা আখতার, বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ তরিকুল ইসলাম, জোন কমান্ডার লেঃ বিএম আশিকুর রহমান, রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, বিভিন্ন ধর্মীয় গ্রন্থ থেকে বক্তব্য রাখেন, ফাদার মাইকেল রয়, শুভদর্শী মহাথেরো পূলক চক্রবর্তী, মাওলানা মোঃ আবুল হাশেম প্রমূখ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.