কাপ্তাই হ্রদে বোট ডুবির ঘটনায় দুই পর্যটকের মৃত্যু

0

মাহফুজ আলম, নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই হ্রদে পর্যটকবাহী ইঞ্জিল চালিত বোট ডুবির ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাঙামাটি ডিসির বাংলো এলাকার কাপ্তাই লেকে এ বোটডুবির ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, জয়পুরহাটের পাঁচবিবি থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডে তীর্থে যান ওই দুজন। সেখান থেকে রাঙামাটির ঝুলন্ত সেতু এলাকা দেখে ইঞ্জিন চালিত বোটযোগে ডিসি বাংলো এলাকা দিয়ে কাপ্তাই হ্রদে বেড়াতে যাচ্ছিলেন। ওই বোটে আরও ৬০ থেকে ৭০ জন যাত্রী ছিলেন। ইঞ্জিন চালিত বোটটি হ্রদের মাঝ বরাবর যেতেই ডুবন্ত গাছের গুইট্টার সঙ্গে ধাক্কা লেগে বোটটি ছিদ্র হয়ে হ্রদের পানিতে ডুবে যায়। এই ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কার্য চালায,এর মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করে রাঙামাটির জেনারেল হাসপাতালে পাঠান।

এ ঘটনায় এখনও উদ্ধার অভিযান চলছে।রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) শওকত আকবর জানান, হাসপাতালে আনার আগেই সতিন্দ্র থান মণ্ডল ও মনিকা বর্মণের মৃত্যু হয়।ঘটনাস্থলে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর আবু তৌহিদসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত থেকে উদ্ধার তৎপরতা কাজে ব্যস্ত রয়েছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.