কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

0

মাহফুজ আলম, কাপ্তাই : কাপ্তাইতে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে আজ ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ পুলিশ,কাপ্তাই উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

পরে সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে প্রধান অতিথি কাপ্তাই উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন , জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজান হুসাইন, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ জসিম উদ্দিন, চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম, কাপ্তাই উপজেলা মিলনায়তন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে যুব উন্নয়নের আয়োজনে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে ঋণ বিতরণ করা হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.