থানচিতে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

0

রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করে বান্দরবান পার্বত্য জেলার বীর বাহাদুর উশৈসিং এমপি’র হাতকে শক্তিশালী করার লক্ষে বান্দরবানের থানচি-বলিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সম্পন্ন হয়েছে।

১৩ই নভেম্বর শুক্রবার দুপুরে বলিপাড়া বাজার প্রাঙ্গনে বলিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও বিকাল ২ ঘটিকার সময় ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের আয়োজনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের পৃথক ভাবে সভাপতিত্ব করেন, সাথুই খয় মারমা ও ক্রানুচিং মারমা।

সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাধন চন্দ্র দাশ। ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অজিত দাশ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বলিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাশৈচিং চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক থানচি ইউনিয়নের চেয়ারম্যান উবামং মারমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য অংপ্রু ম্রো,

থানচি সদর আওয়ামী লীগের সভাপতি ও রেমাক্রি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মালিরাং ত্রিপুরা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মদক মৌজার হেডম্যান শিমন ত্রিপুরা সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্য্যায়ে সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিষেশে, বর্তমান বলিপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার অংসিংম্যা মারমাকে সভাপতি, লরেন্স ত্রিপুরাকে সাধারণ সম্পাদক ও সজল কর্মকারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচীত করে বলিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ এবং বর্তমান বলিপাড়া ইউনিয়নের ১,২, ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার ক্রানুচিং মারমাকে সভাপতি, গোপা চাকমাকে সাধারণ সম্পাদক ও বাসন্তী ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচীত করে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ ত্রি-বার্ষিক সম্মেলন মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.