পাবনার দোগাছিতে ভাতাভোগীদের লাইফ ভেরিফিকেশন উদ্বোধন

0

নিজস্ব প্রতিনিধি: পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের ভাতাভোগীদের সামাজিক সুরক্ষা সেবা নিশ্চিতে লাইফ ভেরিফিকেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (সেপ্টেম্বর) দুপুরে খয়েরসূতি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এর উদ্বোধন করেন। উদ্বোধন শেষে ভাতাভোগীদের মাঝে বক্তব্য দেন তিনি।

বক্তব্য কালে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে এই বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা চালু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিবের সরকার। তিনি সব সময় গরিব দুঃখী মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, এই সরকার অবহেলিত মানুষের বিপদ আপদে সব সময় পাশে থাকেন। শুধু বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতা দিচ্ছেন না। তিনি প্রতিটি বঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

দোগাছি ইউপি চেয়ারম্যান আলী হাসানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজমত আলী বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সিরাজুল ইসলামসহ স্থানীয় আ.লীগ ও ইউপি সদস্যবৃন্দ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.