নেত্রকোণার মদন পৌরসভার নির্বাচন
মেয়র পদে ৬জন, কাউন্সিলর ২৮, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১৪জনের মনোনয়ন পত্র দাখিল
মেহেদী হাসান আকন্দ : আগামী ২৮ ডিসেম্বর প্রথম ধাপে নেত্রকোণার মদন পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা সকাল থেকেই তাদের কর্মি সমর্থকদের নিয়ে উৎসবমুখর পরিবেশে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
নির্বাচনে মেয়র পদে ৬ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সাইফুল ইসলাম সাইফ, বিএনপি মনোনীত প্রার্থী জেলা যুবদল নেতা মো: এনামুল হক, জাতীয় পার্টির মনোনীত ক্ষুদিরাম চন্দ্র দাস, স্বতন্ত্র প্রার্থী সাবেক বিএনপি নেতা দেওয়ান মোদাচ্ছের হোসেন সফিক, বিগত নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নে পরাজিত মেয়র প্রার্থী মাশরিকুর রহমান বাচ্চু ও বিএনপি সমর্থিত ওলামা পরিষদের মদন শাখার সাধারণ সম্পাদক হাফেজ আব্দুর রউফ।
এছাড়াও কাউন্সিলর পদে ২৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে তৃতীয় লিঙ্গের ১জনসহ ১৪ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। রিটার্নিং অফিসার আবদুল লতিফ শেখ জানান, ৩ ডিসেম্বর মনোনয়ন পত্র যাচাই-বাছাই, ১০ ডিসেম্বর প্রত্যাহার, ১১ডিসেম্বর প্রতীক বরাদ্দ ও ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।