বাগেরহাটের মোংলায় কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবককে তিন মাসের কারাদন্ড

0

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট জেলা প্রতিনিধি : বাগেরহাটের মোংলায় কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবকে আটক করেছে পুলিশ পরে আটককৃত যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার (৫ ডিসেম্বর) সকালে দণ্ডপ্রাপ্ত যুবক বাদল মাতুব্বরকে মোংলা থানা থেকে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্ত বাদল বুড়িরডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ দিগরাজ বালুর মাঠ এলাকার সেলিম মাতুব্বরের ছেলে। শনিবার সকালে আটক বাদল মাতুব্বরকে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় ওসি ইকবাল বাহার চৌধুরী।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মো. ইকবাল বাহার চৌধুরী জানান, বুড়িরডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ দিগরাজ বালুর মাঠ এলাকার ওসমান গনির কলেজের এক শিক্ষার্থীকে দীর্ঘদিন যাবত উক্ত্যক্ত করে আসছিল বাদল মাতুব্বর। এ ব্যাপারে তার কলেজ ছাত্রির পরিবার বখাটের বাবা-মাকে অবহিত করলেও তারা কোনো প্রতিকার না করায় মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই কলেজ ছাত্রীর মা জোহরা খাতুন।
এ অভিযোগের সূত্র ধরে পুলিশ শুক্রবার বিকেলে অভিযুক্ত যুবক মনিরুজ্জামান বাদলকে (২৮) দ্বিগরাজ বালুরমাঠ এলাকা থেকে আটক করে। পরে তাকে থানায় আনার পর রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী আটক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.