পাবনায় জেলা মানবাধিকার রক্ষাকারী নেটওয়ার্কের পুনর্গঠনে আলোচনা সভা
পাবনা প্রতিনিধি: পাবনায় জেলা মানবাধিকার রক্ষাকারী নেটওয়ার্কের পুনর্গঠনের লক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে পাবনায় বেসরকারি উন্নয়ন সংস্থা বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতি কার্যালয়ে সংস্থার আয়োজনে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এই অনুষ্ঠানের সহায়তা করে।
এইচআরডি নেটওয়ার্কের পাবনাস্থ সদস্য সচিব আব্দুর রব মন্টুর সভাপতিত্বে জেলার মানবাধিকার পরিস্থিতি এবং তথ্য ও প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন এমএসএফ এমপাওয়ারহার প্রকল্পের ডিএইচআরএমও কামাল আহমেদ সিদ্দিকী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা (সিনিয়র সিভিল জজ) মো: আজাহারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এডভোকেট মো: সাইদুর রহমান, প্রজেক্ট কো-অর্ডিনেটর নাজনীন শবনম, ডিএইচআরএনএস প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো: টিপু সুলতান ও মহিলা পরিষদের সভাপতি এড. কামরুন্নাহার জলি।
অনুষ্ঠানে এমএসএফ’র এমপাওয়াহার প্রজেক্টের প্রধান কার্যালয়ের প্রোগ্রাম অফিসার মনির আহমেদ, চাটমোহর উপজেলা ফ্যাসিলিলেটর জাহাঙ্গীর আলম, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সুজানগরের গণমাধ্যম কর্মী তৌফিক হাসান, গণমাধ্যমকর্মী আরিফ আহমেদ সিদ্দিকীসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে নানা শ্রেণীর নারী পুরুষ উপস্থিত ছিলেন।