আজ কুড়িগ্রাম মুক্ত দিবস

0

আল এনায়েত করিম রনিকুড়িগ্রাম প্রতিনিধি : আজ ৬ ডিসেম্বর কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানী বাহিনীকে পরাজিত করে কুড়িগ্রামকে পাক-হানাদার মুক্ত করেন। স্বাধীনতা যুদ্ধের চুড়ান্ত বিজয় অর্জিত না হলেও এ অঞ্চলে সেদিন উদিত হয় স্বাধীন বাংলার পতাকা। বাংলাদেশ জেলা মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালিটি শহর প্রদক্ষিণ কওে কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভ গিয়ে শেষ। এসময় পুষ্পমাঘর্য অর্পণ করা হয়। উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম,পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান,সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু,জেলায় প্রথম পতাকা উত্তোলনকারী বীর প্রতিক আব্দুল হাই,কুড়িগ্রাম প্রেসক্লাব অ্যাড. আহসান হাবীব নীলু প্রমুখ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.