কালারমারছড়া ইউনিয়ন পরিষদে আইন শৃঙ্খলা বাহিনীর সচেতনতামূলক সভা যেতে না যেতেই ডাকাতি চেয়ারম্যান এলাকায়

0

ইয়াছিন আরাফাত, মহেশখালী প্রতিনিধি :  ওসি আব্দুল হাইয়ের কথা,”পুলিশকে বিশ্বাস করুন,কালারমারছড়ার মানুষ দরজা বন্ধ করে ঘুমাতে পারবে”। ওসি মহেশখালীকে বলবো, “আমরা পুলিশকে বিশ্বাস করছি, দরজা বন্ধ করে ঘুমাতে চাচ্ছি”। আশা করি আপনি এ অপকর্মের যথাযথ ব্যবস্হা নিবেন। গত ১৪ তারিখ মহেশখালী থানার ওসি আব্দুল হাই কালারমারছড়া ইউনিয়ন পরিষদে বলেছিলেন,”আমি এমন একটি মহেশখালী চাই যে মহেশখালীতে মানুষ দরজা খোলা রেখে ঘুমাতে পারবে”।

ওসি মহেশখালী এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আমরা মোহাম্মদ শাহ ঘোনা ছাত্র কল্যাণ পরিষদ বলতে চাই,”আমরা এমন একটা চেয়ারম্যান এলাকা পেয়েছি যেখানে দরজা বন্ধ রেখে আট দশটা তালা লাগিয়েও শান্তিতে ঘুমাতে পারিনা। এমনকি এই এলাকায় চুরি, ডাকাতি ছাড়া রাত নামে না, ইয়াবা কারবারি ছাড়া দিন শুরু হয় না। তবে অত্যন্ত পরিতাপের বিষয় যে, চেয়ারম্যান গোটা ইউনিয়নকে সন্ত্রাস, চোর, ডাকাতমুক্ত করার জন্য কাজ করে যাচ্ছে বলে বুলি ছড়ালেও চোর, বদমাশের উপদ্রব বাড়ছে চেয়ারম্যান এলাকায়।

যেখানে চেয়ারম্যান নিজ এলাকার অপকর্ম রুখতে ব্যর্থ বলে মনে হচ্ছে। গত রাতে মোহাম্মদ শাহঘোনা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি Sourav Khan এর বাড়িতে মুখোশ পড়ে ডাকাতি হয়। তারও পূর্বে এলাকার কয়েকজন সাধারণ ছেলেকে মারধোর করে ফোন কেড়ে নেয় এবং ছুরিকাঘাতের চেষ্টা চালায়,দোকান লুটপাট করে। এমন উদ্ভুত পরিস্হিতির খবর সম্পর্কে প্রশাসন বেখবর হলেও চেয়ারম্যান বাড়ির একশ মিটারের মধ্যে এমন ঘটনা ঘটলে চেয়ারম্যান মহোদয়ের পুরো ইউনিয়ন নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি আমাদের কাছে প্রশ্নবিদ্ধ থেকে যায়। চেয়ারম্যান এলাকায় নিত্যদিনের ঘটমান এমন কর্মকান্ড থেকে আমরা নিরাপত্তা চাই। চোর,বদমাশদের দমনে আমরা ছাত্র কল্যাণ পরিষদ সবসময় ন্যায়ের পথে থেকে আপনাদের সাথে থাকতে বদ্ধপরিকর।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.