চাটমোহর পৌরসভাকে পরিকল্পিত মডেল শহর হিসেবে গড়ে তুলতে চান আ’লীগ প্রার্থী সাখো

0

পাবনা প্রতিনিধি : চাটমোহর পৌরসভাকে পরিকল্পিত মডেল শহর হিসেবে গড়ে তুলতে চান আ’লীগ প্রার্থী সাখো। বর্তমান সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রেখে প্রথম শ্রেণীর পৌরসভা চাটমোহরকে পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে চান পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো। এজন্য তিনি ১৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। 

গত শনিবার (১৯ ডিসেম্বর) সকালে চাটমোহর পৌর শহরের শাহী মসজিদ এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এই ইশতেহার ঘোষণা করেন তিনি।
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে অ্যাডভোকেট সাখো তাঁর অতীতের ভুল-ত্রুটির জন্য ক্ষমা চেয়ে তাকে একটিবার ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, চাটমোহর পৌরবাসী এবার পরিবর্তন চায়। চাটমোহর পৌরসভায় যারা বিভিন্ন সময় মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন, তারা নাগরিক সুবিধা দিতে চরমভাবে ব্যর্থ। নানা দূর্নীতি, অনিয়ম আর লুটপাট করে নিজেদের আখের গুছিয়েছেন। বিভিন্ন উন্নয়নকাজে নিজস্ব স্বজন ও নিজেদের ঠিকাদার দিয়ে কাজ করিয়েছে। রাস্তার বেহাল দশায় পৌরবাসীর চরম ভোগান্তি।
সাখো বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড থেকে চাটমোহর পৌরসভা অনেকটাই বঞ্চিত। কারণ সব সময় বিরোধী পক্ষ মেয়র হয়েছে। এসব থেকে মানুষ বেরিয়ে আসতে চান। তিনি বলেন, আওয়ামী লীগ তথা জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। আমি চাটমোহরকে পরিকল্পিত ও আধুনিক শহর গড়তে চাই। এজন্য তিনি সাংবাদিকসহ সকলের সহযোগিতা চান।
তার ১৬ দফা ইশতেহারের মধ্যে রয়েছে :
১/ পৌরসভার অভ্যন্তরে সকল ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের পবিত্রতা, ভাবগাম্ভীর্য ও স্বীয় ঐতিহ্য রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
২/ পৌরবাসীর জীবনমান উন্নয়নে কাজ করা এবং সকল ধর্মাবলম্বীদের সাথে সুসম্পর্ক স্থাপনসহ ভাতৃত্ববোধ সৃষ্টি করা।
৩/ রিক্সা-ভ্যানের ওপর টোল আদায় বন্ধ করা।
৪/ ৯টি ওয়ার্ডে প্রাথমিকভাবে একটি করে পাবলিক টয়লেট স্থাপন করা।
৫/ পৌর এলাকায় পৌরসভার তত্বাবধায়নে কমিউনিটি সেন্টার স্থাপন করা।
৬/ পৌরসভায় অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানগুলো সিসি টিভি ক্যামেরার আওতায় আনা এবং স্টেডিয়াম বাতির আওতায় আনা।
৭/ পৌর এলাকার রাস্তাঘাট, ড্রেন, পয়োনিষ্কাশনের পরিকল্পিত উন্নয়ন করা।
৮/ সাপ্লাই পানি সরবরাহের ব্যবস্থা করা এবং বড়াল নদী সচল করে বিনোদন পার্ক স্থাপন।
৯/ স্বাস্থ্যসেবার আধুনিকীকরণ ও অ্যাম্বুলেন্স সার্ভিস চালু সহ জবাবদিহিতা নিশ্চিত করা।
১০/ আগামী ৫ বছর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি না করা। যৌক্তিক বিবেচনা করে বকেয়া সম্পূর্ন অথবা আংশিক মওকুফ, মুক্তিযোদ্ধাদের বিশেষ সুবিধাসহ পৌরবাসীর মতামতের ভিত্তিতে নির্ধারণ এবং সরকারের নীতিমালা অনুসরণ করা।
১১/ যত্রতত্র ময়লা আবর্জনার ভাগার সৃষ্টি না করে নির্দিষ্ট জায়গায় রাখার ব্যবস্থা করা এবং মশার উপদ্রপ থেকে মুক্ত করা।
১২/ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনমতো ব্যবসায়িক এলাকার পৌরসভার তত্বাবধায়নে নৈশ প্রহরী নিয়োগ করা।
১৩/ মাদক নির্মূলে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা ও যানজট নিরসনে প্রয়োজনে ট্রাফিক নিয়োগ দেয়া।
১৪/ শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তি নির্ভর আধুনিক ও মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে বিশেষ সহযোগিতা এবং মেধাবী ও সামর্থহীন শিক্ষার্থীদের বিশেষ সুবিধা প্রদান করা।
১৫/ জন্মনিবন্ধন সনদ, নাগরিক সনদ, ট্রেড লাইসেন্স ও স্থাপনা প্ল্যানসহ অন্যান্য সুবিধা যথাসময়ে নিশ্চিত করা।
১৬/ সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে অতিরিক্ত বরাদ্দ নিশ্চিত পূর্বক চাটমোহর পৌরসভাকে একটি মডেল ও অনুকরণীয় পৌরসভা হিসেবে গড়ে তোলার চেষ্টা করা।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.