পাবনায় ইউপি সদস্য বকুল শেখ চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান ৫ জন আসামী কে গ্রেপ্তার করেছে র‍্যাব

0

পাবনা প্রতিনিধি : পাবনায় ইউপি সদস্য বকুল শেখ চাঞ্চল্যকর হত্যা মামলায় প্রধান ৫ আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব পাবনা ক্যাম্প। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকাট সাভারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র্যাব পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, তার নেতৃত্বে ঢাকা জেলার সাভার থানাধীন আমবাগান এলাকায় অভিযান পরিচালনা করে। পাবনা জেলার সদর থানার দোগাছী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য বকুল শেখ (৪০), পিতা- দুলাল শেখ, সাং-দক্ষিণ রামচন্দ্রপুর, থানা- পাবনা সদর, জেলা-পাবনা’কে হত্যা মামলার এজাহার নামীয় ১নং আসামী মখলেছ (৬৪), পিতা- মৃত মাখন নিকারী, এজাহার নামীয় ৪নং আসামী ডালিম (৪০), পিতা- মখলেছ, এজাহার নামীয় ৫নং আসামী আলিম (৩৭), পিতা- মখলেছ, এজাহার নামীয় ৬নং আসামী রুবেল (৩৫), পিতা- মখলেছ, এজাহার নামীয় ৭নং আসামী আদেশ (৩০), পিতা- মখলেছ, সর্ব সাং- অনন্ত নিকারীপাড়া, থানা- পাবনা সদর, জেলা- পাবনাগণদের গ্রেফতার করা হয়।

তিনি জানান, গ্রেফতার পূর্বক তাদের নিকট হতে ৭ টি মোবাইল, ৬ টি সীম কার্ড ও নগদ ৫০,৯১৫ টাকা উদ্ধার করা হয়। ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, মৃত বকুল মেম্বার এর সাথে তাহাদের দীর্ঘদিন যাবত স্থানীয় অনন্ত মোড়ের সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোবাইকের ষ্ট্যান্ডের দখল নেওয়া নিয়ে বিরোধ ছিল। এর জেরেই ইউপি সদস্য বকুল মেম্বারকে হত্যা করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে ধৃত এজাহার নামীয় আসামীদেরকে পাবনা সদর থানা হস্তান্তর করার করার প্রস্তুতি চলছে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.