নীলফামারীতে সরিষা এখন স্বপ্ন দেখাচ্ছে কৃষককে

0

সত্যেন্দ্র নাথ রায় , নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলার হাজার হাজার হেক্টর ফসলের মাঠ হলুদ বর্ণে ছেয়ে গেছে । আবহাওয়া অনুকুলে থাকায় এবং পোকা-মাকরের আক্রমন না থাকায়, ভালো লাভের আশা করছেন কৃষকেরা। পাশাপাশি ভোজ্য তেলের চাহিদা পূরণসহ আমদানি নির্ভরতা কমবে বলে আশা করছে কৃষি বিভাগ। দৃষ্টি জুড়ে হলুদের শোভা আর দীগন্ত জোড়া সরিষা ফুলের সৌরভে ছেয়ে গেছে সরিষা খেত। দেশী জাত সহ উন্নত জাতের সরিষা এখন স্বপ্ন দেখাচ্ছে কৃষককে। জমিতে অল্প চাষ আর জৈব সার ব্যবহার করে ভালো ফলনের আশায় বুক বেঁধে আছে কৃষক ।

নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের চাষী মোতালেব হোসেন বলেন, আমি এবার ৪ বিঘা জমিতে সরিষা আবাদ করেছি, অন্যান্য বছরের তুলনায় এবার ফসল অনেক ভালো হবে, গাছে ফুল আসা শুরু করছে। ডিমলা উপজেলা চাষী ফরিদ মিয়া বলেন, আমি ১২ বিঘা জমিতে সরিষা আবাদ করছি, গাছে ফল আসছে, আল্লাহ্র রহমতে কুয়াশা কম থাকায় সরিষার বাম্পার ফলন হবে। নীলফামারী কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষি বিদ মোঃ ওবায়দুর রহমান মন্ডল জানান, জেলায় ৫ হাজার ৫ শত হেক্টর জমিতে কৃষকরা এবার সরিষা চাষাবাদ করেছে। সরকারের প্রণোদনা এবং পূর্ণবাসন কর্মসূচীর মধ্যে প্রত্যেক কৃষককে এক বিঘা করে জমির জন্য সার ও বীজ দেয়া হয়েছে। যা আমাদের ভোজ্য তেলের চাহিদা মেটানোর পাশাপাশি আমদানি অনেকটা কমে যাবে । আবহাওয়া অনুকুলে থাকলে কৃষকরা ব্যাপক ভাবে লাভবান হবে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.