মদনে জলাবায়ু পরিবর্তন বিষয়ক মানববন্ধন

0

মোশাররফ হোসেন, মদন, নেত্রকোণা : নেত্রকোণা জেলা মদন উপজেলা ইউনিক রিভার্ব ক্লাব (ইউআরসি) উদ্যমী ছাত্র সংগঠনের উদ্যোগে আজ ২রা জানুয়ারী সকাল ১১টা ৩০ ঘটিকার সময় মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। Voice of earth নামে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ রোধে সচেতনা বৃদ্ধির জন্য একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। জলবায়ু বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক লেখা সম্বলিত প্লেকার্ড ও ফেস্টুন হাতে ছাত্র-ছাত্রীরা মানববন্ধনে অংশগ্রহণ করে।
মানববন্ধনটি সঞ্চালনা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোজাম্মেল হক। এতে বক্তব্য রাখেন, ইউআরসি এর সদস্য মিলন মিয়া, সাধারণ সম্পাদক সামি সিদ্দিক ও ইউআরসির সভাপতি সালেহ আহম্মেদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিক পাল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল জাবের। শিক্ষার্থীরা তাদের বক্তব্যে জলবায়ু পরিবর্তনে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে খড়া, বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প ও নদী ভাঙন, হিমবাহ গলন ও প্রভূতির বিভিন্ন পরিসংখ্যান দিক তুলে ধরেন। বক্তারা বলেন, এতে বাংলাদেশের জনসংখ্যার একটি বিরাট অংশ বেকার হতে পারে। অনেক মানুষ বাসস্থান হারিয়ে উদ্বাস্তুতে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। সারা বিশ্ব জুড়ে খাদ্য সঙ্কট বৃদ্ধি, স্বাস্থ্য সমস্যাসহ নানাবিধ দূর্যোগ দেখা দিতে পারে।

এ অবস্থা সত্বেও বেশি পরিমাণ কার্বন নিঃসরণকারী উন্নত দেশগুলো আরো বেপরোয়া আচরণ অব্যাহত রেখেছে। জলবায়ু এই পরিবর্তন রোধ করা সম্ভব না হলে আগামী ১০০ বছরের মধ্য পৃথিবী থেকে মানুষের অস্তিত্ব বিলীন হতে পারে বলে শিক্ষার্থীরা বিশেষজ্ঞদের মতামত তুলে ধরেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন, স্কুল অব এক্সিলেন্সের পরিচালক মন্ডলীর সদস্য নূরে আলম সিদ্দিকী। “বৈশ্বিক উষ্ণায়ন সংযুক্ত হউক, মিলিত হক সুর” এই স্লোগান নিয়ে এগিয়ে যাবে ইউআরসি। সকলের সহযোগিতার আহ্বান জানিয়ে সভাপতি অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বলেন, পরিবেশ দূষণ রোধ করতে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক ও প্রশাসনিক উদ্যোগ জরুরী বলে তিনি উল্লেখ করেন। স্বাস্থ্য বিধি মেনে মানববন্ধন অনুষ্ঠানটি পরিচালনা করা হয়।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.