হিমাইতপুর ইউনিয়নে ডিজিটাল জরিপ কার্যক্রম উদ্বোধন

0

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার ৯ নং হিমাইতপুর ইউনিয়নে ৬ টি মৌজার ডিজিটার জরিপ কার্যক্রম উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ। জোনাল সেটেলমেন্ট অফিস পাবনা’র আয়োজনে হিমাইতপুর ইউনিয়ন পরিষদের মিলনায়তনে আয়োজিত সভায় বক্তব্য দেন পাবনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, পাবনা জোনাল সেটেলমেন্ট অফিসার মোছা: ইয়াসমিন আক্তার, হিমাইতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আলাউদ্দিন মালিথা প্রমূখ। প্রতীকের নির্বাহী পরিচালক এস এম সাইফুর রহমান এর ডিজিটার জরিপ কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের সমস্যা ও অভিযোগ সমাধান সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে জোনাল সেটেলমেন্ট অফিসার জরিপ চলাকালে প্রতি সপ্তাহের সোম ও বুধবার হিমাইতপুর ইউনিয়ন পরিষদে বেলা ১১ থেকে ১ টা পর্যন্ত অফিস করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

জানানো হয় যে, উক্ত সময়ে প্রতিবন্ধী ব্যক্তিসহ সকল শ্রেণির জনসাধারণের সমস্যা ও অভিযোগ শোনা হবে এবং সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে। প্রধান অতিথি জরিপ কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন এবং প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভায় পাবনা জোনাল সেটেলমেন্ট অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় উপস্থিত জনসাধারনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সভায় প্রতীক মহিলা ও শিশু সংস্থা, পৌর পরিবার কল্যাণ সংস্থা, কারীগরী মহিলা সংস্থা, সুচিতা সমাজ উন্নয়ন সংস্থা, উদ্দীপনা মহিলা সমিতি, আসিয়াব, ওসাকা, নাজিরপুর মহিলা উন্নয়ন সংস্থা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ভূমি মালিক, হিমাইতপুর ইউনিয়ন পরিষদের মেম্বার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় দুইশতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.