নেত্রকোণায় ভাম্যমান অভিযানে ৫ দোকানীকে ১৩ হাজার টাকা জরিমানা
মেহেদী হাসান আকন্দ : মঙ্গলবার বানিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে নেত্রকোণা জেলার বিজ্ঞ জেলা প্রশাসক জনাব কাজি মোঃ আবদুর রহমান মহোদয়ের সার্বিক নির্দেশনায় নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ শাহ আলম এর নেতৃত্বে সদর উপজেলার নাগড়া মাইক্রোস্ট্যান্ড ও স্টেশন রোড এলাকায় ফার্মেসি, মুদি দোকান, সার ও বীজের দোকানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মেয়াদোত্তীর্ণ পানীয় বিক্রি, মেয়াদ ও মূল্যবিহীন বীজ বিক্রি এবং ধার্যকৃত মূল্য থেকে বেশি মূল্যে বীজ বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫ টি প্রতিষ্ঠানকে ১৩,০০০/-জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়। অভিযানে সহযোগিতা করেন নেত্রকোণা জেলা বীজ প্রত্যয়ন অফিসার তাবাসসুম মকবুলা দিশা এবং সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুজিত কুমার মাইতি।