মোংলা বন্দরে একাধিক জাহাজ দূর্ঘটনার কবলে বন্দর কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ

0

ম.ম.রবি ডাকুয়া, বাগেরহাট : নাব্যতা সংকটে ও জেটিতে ভেড়ার প্যানাডার প্রটেকশনের অভাবে মোংলা নৌ বন্দরে একাদিক জাহাজ দূর্ঘটনা কবলিত , বন্দর কর্তৃপক্ষ বরাবর জাহাজ মালিক পক্ষের লিখিত অভিযোগ । কর্তৃপক্ষের ঘোষনার চেয়ে কম ড্রাফটের গভিরতায় ডুবোচরে আটকে যাচ্ছে মালবাহী নৌযান। বন্দর ব্যবহারের অনিহার উপক্রম।

শনিবার ২৩ জানুয়ারী রাতে মোংলা বন্দর জেটিতে পন্যবাহিী দুটি জাহাজ জেটিতে প্যানাডার রোবার বা কাঠ জাতীয় প্রটেকশন না থাকায় দুর্ঘটনার শিকার হয়েছে। যাতে জাহাজের সাথে জেটি ইয়ার্ডের গ্রান্ড ফ্লোরের ঘশায় রং চটে যায় এতে জাহাজে আরহী নাবিকদের তেমন কোন ক্ষতি হয়নি জাহাজের ক্যাপ্টেন এ বিষয়ে বন্দর চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ পেশ করেছেন।

অপর দিকে নাব্যতা সংকটের অভিযোগ করেছেন ভারতীয় পতাকা বাহী জাহাজ এমভি তুহিনা যাতে জানানো হয়েছে বন্দর জেটি এলাকায় সাত মিটার গভীরতার কথা জানালেও সেখানে সর্বচ্চো সাড়ে চার মিটার গভীরতা থাকে ভাটার সময় যাতে জাহাজের তলা ডুবোচরে আটকে কাত হয়ে যায় এবং দূর্ঘটনা কবলিত হওয়া সহ মারাত্বক ক্ষতির সম্মুখীন হতে পারে।

জাহাজের ক্যাপ্টেন দের দেয়া অভিযোগ সম্পর্কে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টারের বরাত দিয়ে জানানো হয়েছে এমভি তুহিনা জাহাজ কর্তৃপক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে  তা গত এক মাসে আন্য কোন জাহাজ থেকে করা হয়নি।

অপর দিকে বন্দর জেটিতে প্যানাডার প্রটেকশন লাগানোর প্রকৃয়াধিন আছে বলে বন্দর কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে। বন্দরের নব্যতা সংকট দ্রুত সমাধান করার জন্যে বন্দর কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহন করা হবে ।

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.