কাপ্তাইয়ে কোভিড- ১৯ সংক্রমন প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুুুষ্ঠিত

0

মাহফুজ আলম,কাপ্তাই থেকে :  উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে কোভিড-১৯ সংক্রমন প্রতিরোধে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে, উন্নয়ন প্রকল্প( ইউজিডিপি) জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির অর্থায়নে কাপ্তাই উপজেলা মিলনায়তন কক্ষে ২৭ জানুয়ারী বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দিন ব্যাপী সচেতনতা বৃদ্ধি ও সকলের করনীয় বিষয়ে প্রশিক্ষন- কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহন করেন, জনপ্রতিনিধি,চিকিৎসক, শিক্ষক, পুলিশ, গনমাধ্যম প্রতিনিধি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। কর্মশালায় প্রথম অধিবেশনে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসিরজাহান নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় সম্পর্কে বিস্তারিত বিষয়াদি নিয়ে দিকনির্দেশনা অবহিত করেন। দ্বিতীয় পর্বের প্রশিক্ষন কর্মশালায় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক( আর এমও) মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি কোভিড – ১৯ নিয়ে অতীত ও বর্তমান নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.