নীলফামারীতে চলমান শৈত্য প্রবাহ জনজীবন বিপর্যস্ত

হামারা এই ঠান্ডাত আর বাছিমো না বাহে

0

সত্যেন্দ্র নাথ রায় , নীলফামারী প্রতিনিধি : দেশে চলামান শৈত্য প্রবাহের কারনে জনজীবন হয়ে পরেছে চরম বিপর্যস্ত । মুখ থুবরে পরেছে কর্মব্যস্ততা । কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ । বেশি সমস্যায় পরেছে শিশু ও বৃদ্ধরা । ঠান্ডাজনিত কারনে ছোট শিশুদের দেখা দিচ্ছে নানা রোগবালাই। দিনের বেলায় যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে ।

ট্রাক্টর চালক কালাম এর সাথে কথা হলে বলেন এভাবে গাড়ী চালানো ঝুকিপুর্ন হলেও অভাবে কারনে বাধ্য হয়ে চালাতে হচ্ছি । হরিণচড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ,কবিতা রানী, কান্দুরী বর্মনী , কাছুয়া রানী,ঠান্ডা থেকে বাঁচার জন্য আগুন জ্বালিয়ে ঠান্ডা মোকাবেলার চেষ্টা করছেন । জিজ্ঞাসা করলে বলেন , হামারা এই ঠান্ডাত আর বাছিমো না বাহে , শুনি এমপি , চেয়ারম্যান , মেম্বার গিলা নাকি কম্বল দেয় কিন্তু হামরাতো কোন পাই নাই । যদি কাহো দেয় তাহলে এই ঠান্ডা থাকি রেহাই পানো হয়। হামাক এই ঠান্ডা থাকি বাঁচাও । একনা কম্বলের ব্যবস্থা করি দেও ।

ডিমলা আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক জামাল উদ্দিনের কাছে মুঠোফোনে জানতে চাইলে বলেন, আজকের তাপমাত্রা ৭.০৪ ডিগ্রি সেলসিয়াস। এটি ৪-৫ দিন এ অবস্থায় থাকতে পারে ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.