কুড়িগ্রামে রৌমারীতে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

0

আল এনায়েত করিম রনি, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে তিন বছর বয়সী হোসাইন সাফি নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। ৫ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ঝগড়ারচর গ্রামে প্রতিবেশী আজিজুল হকের বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় রাতেই জিজ্ঞাসাবাদের জন্যে অপু (১৫) নামে এক কিশোরকে আটক করে পুলিশ। নিহত হোসাইন সাফি ওই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

নিহত শিশুর চাচা জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার বিকেলে শিশু সাফি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে কোথাও পাওয়া না গেলে রাত ৯টার দিকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে রাত ১১টার দিকে বাড়ির পাশে অপু নামের এক কিশোরের নানার পরিত্যাক্ত বাড়িতে প্লাস্টিকের বস্তায় শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়।

তিনি আরও জানান, কিছু দিন ধরে অপু শিশুটির বাড়িতে প্রায়সময়ই আসা-যাওয়া করতো এবং শিশুটিকে মোবাইল গেমস খেলার প্রলোভন দেখাতো। ঘটনার দিন অপু শিশুটিকে গেমস খেলার কথা বলে নিয়ে যায়।

রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ বিজয় টিভির প্রতিনিধিকে জানান, খবর পেয়ে পুলিশ আজিজুল হকের বসতঘর থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে হাসপাতালে পাঠানো হয়েছে।। ধারণা করা হচ্ছে শ্বাসরোধে শিশুটিকে হত্যা করা হয়েছে।

হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় রাতেই অপু (১৫) নামে এক কিশোরকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আটক কিশোরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.