স্বপ্ন দেখাচ্ছে তরুনরা স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টে মুখর

0

কাপ্তাই মাহফুজ আলম, কাপ্তাই : একযুগ পর কাপ্তাইয়ে স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করলেন প্রজেক্ট সোসাইটি।   মাদককে না বলি.মাদকমুক্ত দেশ গড়ি.ক্রীড়াই শক্তি. ক্রীড়াই বল.ক্রীড়া চর্চা শারিরীক ও মানবিক গুণাবলী সৃষ্টি করে. ক্রীড়ায় বিকশিত হোক তরুন্য.এসব প্রতিপদ্যকে নিয়ে কাপ্তাই প্রজেক্ট সোসাইটির আয়োজনে স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২১ শুরু হওয়ায় নতুন প্রজন্মের খেলোয়াড় ও দর্শকদের মাঝে উৎসাহ উদ্দীপনা বইছে কাপ্তাইয়ে। এ টুর্নামেন্টে ১৬ টি দল অংশ গ্রহন করেন। গেল ২২ ফেব্রুয়ারী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কাপ্তাই মাঠে আনুষ্ঠানিক উদ্বোধন করেন পিডবি’র ব্যাবস্হাপক এ.টি.এম.আব্দুজ্জাহের।  এ ব্যাপারে ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোগক্তা বেলায়েত হোসেন.মনিরুল ইসলাম অপু.ও নিয়াজ উদ্দিন চৌধুরী- জিতু ২৭ ফেব্রুয়ারী   এক সাক্ষাৎ কারে বলেন কাপ্তাইয়ে যুব সমাজ ও শিক্ষার্থীরা যেন  খেলাধুলায় মননিবেশ করে এবং উপেক্ষিত ক্রিকেট খেলা যেন প্রান ফিরে আসে এ উদ্দেশ্যকে ঘিরে কাপ্তাই তরুণ প্রজন্মের এ উদ্যোগ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.