ভালো পথে ফিরে আসার শর্তে ২ কয়েদিকে রিক্সা ও সেলাই মেশিন প্রদান করলেন – এ্যাড. শামসুল হক টুকু এমপি

0
মিজান তানজিল, পাবনা : পাবনা জেলা কারাগারে সাজা শেষে পুনরায় মাদকসেবন, ব্যবসা ও অন্য অপরাধ না করা এবং ভালো পথে ফিরে আসার শর্তে সাপেক্ষে ২ জন  কয়েদিকে   ১ টা শেলাই মেশিন ও ১ টা  রিক্সা  প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি পাবনার আয়োজনে পাবনা জেলা কারাগারে এসব রিক্সা ও শেলাই মেশিন প্রদান করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. শামসুল হক টুকু এমপি। এ সময় এমপি টুকু বলেন, মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা  অপরাধীদেরকে ভালো পথে  ফিরে আনার জন্য নানা প্রদক্ষেপ গ্রহন করেছে।তিনি বলেন, সাজা প্রাপ্ত কয়েদি যারা সঠিক পথে ফিরে আসতে চায় তাদের সবাইকেই পুনর্বাসনের আওতায় এনে কর্মসংস্থান ও আর্থিক সহায়তায় পুনর্বাসন করা হবে।
পরে তিনি কারাগার পরিদর্শন করেন। উক্ত সমিতির সদস্য সচিব সমাজসেবা অধিদফতরের প্রবেশন অফিসার জনাব মোঃ পল্লব ইবনে শায়েখ জানান, আমরা নিয়মিত কয়েদিদের প্রশিক্ষণ শেষে বিভিন্ন উপকরণ দিয়ে তাদেরকে পুনর্বাসন করে আসছি। প্রশিক্ষণের পাশাপাশি আরো সরঞ্জাম ও উপকরণ দিয়ে সহায়তা করা হচ্ছে। তাদেরকে সঠিক পথে উপার্জনের ব্যবস্থা করে সমাজের মুল স্রোতে ফিরিয়ে আনা হচ্ছে।এ সময়  জেল সুপার শাহ আলম খান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ রাশেদুল কবীর, জেলা এ্যাডভোকেট বার সমিতির সভাপতি এ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু, এ্যাডভোকেট আব্দুস সামাদ রতন সহ অন্যান্য বেসরকারি কারা পরিদর্শকগণ উপস্থিত ছিলেন।
আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.