শেরপুরের নকলায় বিপুল পরিমান সরকারী জমি অবৈধ দখলকারীদের কবলে বছরে রাজস্ব ক্ষতি ৫০ কোটি টাকা

0

নকলা প্রতিনিধি : শেরপুর জেলার নকলা উপজেলার প্রায় ৩ হাজার একর জমি সরকারী ক ও খ তফসিল ভুক্ত খাস জমি যা দিনে দিনে দখল করে নিচ্ছে ভূমি দস্যুরা । উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, ১৯৭৮ সাল থেকে এসকল জমি থেকে উচ্ছেদের জন্য বহুবার নোটিশ প্রদান করা হলে ও অবৈধ দখলকারীরা জমি থেকে উচ্ছেদ হচ্ছেনা এবারও ৮৫০ জনকে নোটিশ প্রদান করেছে ভূমি অফিস। সহকারী কমিশনার ভূমি কাউসার আহম্মেদ জানান, ক তফসিল ভুক্ত জমি রয়েছে ১৬৭ একর এছাড়া খ তফসিল ভুক্ত জমি রয়েছে ২৮শত একর । নোটিশ পেয়েও আবারও দখল নিতে নানা অজুহাত দেখাচ্ছে ভূমি দস্যুরা । এসকল ভূমি দস্যুকে উচ্ছেদ করে খাল অবমুক্ত করলে মাছের অভয়ারান্য গড়ে উঠবে সে সাথে সরকারী জমি বন্দোবস্ত দেওয়া যাবে প্রায় ৩০ হাজার পরিবারকে বিগত ৪২ বছর যাবত অবৈধ দখলকারীরা জমি দখল করে বহুতলা ভবন নিমার্ণ করে ভাড়া ব্যবসা প্রতিষ্ঠান বাসা বাড়ি সবকিছু চালিয়ে যাচ্ছে অবৈধ দখল দারেরা । নকলা উপজেলার ৯ টি ইউনিয়ন একটি পৌরসভার মধ্যে এসকল ভূমি স্থানীয় ভূমি দখলকারীদের দখলে থাকায় সরকারি বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছে শুধু মাত্র সদর ভূমি অফিসেই ৬০ একর খাস জমি ভূমি দস্যুদের কবলে চলে গিয়েছে । বিভিন্ন ইউনিয়নে খোঁজ নিয়ে জানা গেছে উপসহকারী কমিশনার ইউনিয়ন ভূমি অফিস অসৎ উপায়ে এসকল ভূমির বন্দোবস্ত দেওয়ার ফলে অবৈধ দখলকারীরা জোরপূর্বক নিজের জমি বলে দাবী করছেন খোজ নিয়ে জানা গেছে গণপদ্দি পেকুয়াবিলের পাড়ে ২০ একর , কায়দাবিলের ৫০ একর,বলেস্বর বিলের ২৯ একর , টালকিতে ২৩ একরসহ, ৩ হাজার একর জমির শতকরা ৯০ভাগ দখল হয়ে গেছে এসকল জমি উদ্ধার করে জনগনের মাঝে বিতরণ করলে ৭০ হাজার পরিবার বসবাসের সুযোগ পাবে ।

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.