শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নে চায়না লিচু থ্রি ও লটকন বাগান করে লাভবান হওয়ার স্বপ্ন বুঁনছেন কৃষকরা

0

ইউসুফ আলী মন্ডল নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নে চায়না লিচু থ্রি ও লটকন বাগান করে লাভবান হওয়ার স্বপ্নবুঁনছেন কৃষকরা। শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বন্ধ টেকিগ্রামে মুখছেদ ,শরীফ, রাজ্জাক , জয়ন্ত কুমার দেব (এ্যাপলো) চরমুধুয়া গ্রামের প্রধান শিক্ষক মো: হাফিজুর রহমান বাদল অতি লাভবান হওয়ার স্বপ্ন বুঁনছেন তার ছেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার কবির বাগান পরিচর্যা করে অতি লাভের স্বপ্ন দেখতে শুরু করেছেন ইতিমধ্যে বন্ধ টেকিগ্রামের মুখছেদ , শরীফ, রাজ্জাক, জয়ন্ত কুমার দেব (এ্যাপলো), তারা প্রাকৃতিকভাবে বেড়ে উঠা লটকন/ববি বিক্রি করে পেয়েছেন প্রায় ১০ লাখ টাকা।

চরমুধুয়া গ্রামের প্রধান শিক্ষক মো: হাফিজুর রহমান বাদল অনলাইন নিউজ পোর্টাল বিডি২৪ভিউজ কে জানান অতি লাভবান হওয়ার স্বপ্ন বুঁনছেন তার ছেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার কবির বাগান দেখাশুনা করেন । তারা আরো বলেন গত বছর এক একর জমিতে চায়না থ্রি লিচু চাষ করে আত্বীয় স্বজনের মাঝে বিতরণ করেও ১ লাখ টাকা বিক্রি করেছিলেন এবার ও আরও ভালো ফলন হবে । তবে স্থানীয় কৃষি বিভাগ এ সকল ফল চাষীদের কোন সহযোগীতা করছেন না বলে তারা জানান। কৃষি বিভাগ সহযোগিতা করলে আরো বেশি লাভবান হতো লকটক ও চায়না লিচু থ্রি বাগান করে ।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.