করোনায় থেমে নেই সড়ক বিভাগের কাজ
নকলা প্রতিনিধি : শেরপুর জেলার সড়ক বিভাগ ও ময়মনসিংহ সড়ক বিভাগ ৬৫ কিলোমিটার সড়ক দ্রুত গতিতে মেরামত ও সংস্কার করছে । মাননীয় প্রধানমন্ত্রী কার্যনির্বাহী কমিটি একনেকের বৈঠকে ১হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন সড়কটি উন্নয়নের জন্য । তারই আলোকে করোনাকে অপেক্ষা করে চলছে দ্রুত গতিতে নির্মাণ কাজ । সড়ক বিভাগের সচিব মো: নজরুল ইসলাম সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী , সড়ক বিভাগের মন্ত্রী ওবায়দুল কাদের , জেলা প্রশাসক শেরপুর আনার কলি মাহবুব, ময়মনসিংহ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মঈনুল হাসান, শেরপুর নির্বাহী প্রকৌশলী খন্দকার শরীফুল আলম দেখা ভাল দায়িত্ব পালন করছেন । বুধবার হুইপ আতিউর রহমান আতিকের এলাকায় কাজ করছেন রিজভী কনস্টাকশন লি: তাদের সাথে কথা বলে জানাযায়, সড়কের কাজ নির্ধারিত সময়ে শেষ হবে ।