পাবনায় আওয়ামী লীগ কর্মী আমিরুল হত্যার প্রতিবাদে বিক্ষোভ

0
পাবনা প্রতিনিধি : পাবনায় আওয়ামী লীগ কর্মী আমিরুল ইসলাম হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতার দাবীতে লাশ নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার দুপুর ১টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের আব্দুল হামিদ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শুরুর আগে এক পথসভায় ঘাতকদের বিচারের দাবী জানিয়ে ব্ক্তব্য রাখেন, পাবনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এডভোকেট আহাদ আলী বাবু, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট তসলিম হাসান সুমন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শেখ রাসেল আলী ভিপি মাসুদ, ভিপি আজিজ প্রমুখ নেতৃবৃন্দ। উল্লেখ্য, রোববার রাত ৮টার দিকে সদর উপজেলার ভাঁড়ারায় আধিপত্য নিয়ে বিরোধে আমিরুলকে গুলি করে হত্যা করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।
Loading...

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.