পাবনায় আব্দুল্লাহ-গালিব সৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাবনা টাইটান্সের জয়

0

নিজস্ব প্রতিনিধি : পাবনায় আব্দুল্লাহ-গালিব সৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাবনা টাইটান্সের জয় । আজ ২৫ জানুয়ারি পাবনা জেলা স্টেডিয়ামে (শহীদ এডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়াম) শুরু হয় আব্দুল্লাহ-গালিব সৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২২। আজকের খেলায় অংশগ্রহণ করে পাবনা টাইটান্স বনান নিমফুল রিফাত সৃতি সংঘ। প্রথমে টসে জিতে মুন্না শেখের ৪৪ ও মিঠুর অপরাজিত ৪৫ রানের সুবাদে রিফাত সৃতি সংঘ ৫০ ওভারে ১১৯ রানের টার্গেট দেয় জবাবে পাবনা টাইটান্স ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায়। পাবনা টাইটান্সের হয়ে কাওছার আহমেদ হ্যাট্রিক সহ ৩ উইকেট নেন এবং রাজ ইমরান অর্ধশতক করে পেলেয়ার অফ দ্যা ম্যাচ হন। আগামীকালকের খেলা পাবনা ঈগলস বনান ত্রিরত্ন সকাল ৯ টায় শহীদ এডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়াম পাবনা।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.