বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল ফুটবল লীগ-২০২০ যুবসংঘ চ্যাম্পিয়ন ব্রঙ্কস স্টার রানার্স আপ : পুরষ্কার বিতরণ

0

নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত এবারের ফুটবল লীগে যুবসংঘ (এ) চ্যাম্পিয়ন ও ব্রঙ্কস স্টার রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে। গত ১ নভেম্বর রোববার দুপুরে বৃষ্টিমুখর দিনে এই ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে টাইব্রেকারে যুবসংঘ ৪-৩ গোলে জয়লাভ করে। এদিকে খেলা শেষে পূর্ব ঘোষিত ও সিদ্ধান্ত মোতাবেক অ্যাওয়ার্ড ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান মাঠে না হয়ে একই দিন সন্ধ্যায় ওজনপার্কের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খবর ইউএনএ’র।

নিউইয়র্ক সিটির ব্রুকলীনের রেডহুক পার্ক সকার ফিল্ডে আয়োজিত লীগের ফাইনাল খেলা উদ্বোধন করেন স্পোর্টস কাউন্সিলের সভাপতি মিসবাহ আবদীন। খেলাটি ছিলো আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতায় ভরা। খেলার প্রথমার্ধের ১৭ মিনিটের সময় যুব সংঘ পেনাল্টি লাভ করেও তা কাজে লাগাতে পারেনি। দলের কৃতি ও নির্ভরযোগ্য খেলোয়ার বাবলু শর্টটি ব্রঙ্কস স্টারের গোল কিপার দক্ষতার সাথে পাঞ্চ করে দিলে যুব সংঘ গোল করার সুযোগ নষ্ট করে। পরবর্তীতে এই খেলায় আর কোন গোল না হওয়ায় শেষ পর্যন্ত খেলাটি ট্রাইবেকারে গড়ায়। এতে যুবসংঘ (এ) ৪-৩ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন অস্কার, আরকেডিও এবং পেড্রো। ঠান্ডা আবহাওয়ায় বৃষ্টি-বাদলা উপেক্ষা করে বিপুণ সংখ্যক ফুটবলপ্রেমী প্রবাসীরা ফাইনাল খেলাটি উপভোগ করেন। টাইম টেলিভিশন খেলাটি সরাসরি সম্প্রচার করে। স্পোর্টস কাউন্সলের উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী, হাজী এনাম, আতাউর রহমান সেলিম, ছদরুন নূর, আব্দুল হাসিম হাসনু, জুনেদ চৌধুরী, সিনিয়র সহ সভাপতি ওয়াহিদ কাজী এলিন সহ আহবাব চৌধুরী খোকন, আব্দুল কাদির লিপু, ইয়াকুত রহমান, জহির উদ্দিন জুয়েল, দেলোয়ার হোসেন, মইনুল ইসলাম, শফিকুল আলম, মখন মিয়া, সুহেল আহমেদ, জামিল আহমেদ, জয়নাল হাসান, বাবলা চৌধুরী, রাজিব আহমেদ, মইনুল উদ্দিন, খালেদ হোসেন, সাব্বির আহমেদ, মামুন আহমেদ প্রমুখ কর্মকর্তা মাঠে উপস্থিত ছিলেন।

এদিকে ওজনপার্কের দেশী সেন্টার মিলনায়তনে রোববার সন্ধ্যায় আয়োজিত ফুটবল লীগের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা সভাপতি মিসবা আবদীন এবং অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রশীদ রানা। অনুষ্ঠানে স্পোর্টস কাউন্সিলের কর্মকর্তাদের মধ্যে উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী, হাজী এনাম, ছদরুন নূর, আতাউর রহমান সেলিম, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট কাজী সাখাওয়াত হোসেন আজম, ফিরোজ আহমেদ, জুলফিকার চৌধুরী, সাবুল উদ্দিন, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে এবার লীগ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল সহ লীগের কৃতি খেলোয়ার এবং প্রবাসের ক্রীড়াঙ্গণে বিশেষ অবদান রাখার জন্য কমিউনিটির ২২জন বিশিষ্ট ব্যক্তিকে ‘লাইভ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয় বলে স্পোর্টস কাউন্সিল সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, করোনাভাইরাসের এই দু:সময়ের ক্রীড়ামোদীদের বিনোদনের জন্য বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা এবছরও লীগ আয়োজন করে কমিউনিটিতে প্রশংসিত হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর থেকে এবছরের লীগ-২০২০ শুরু হয়। এবারের লীগে ১২টি দল অংশ নেয় এবং দলগুলো ছিলো: যুব সংঘ (এ), যুব সংঘ (বি), ব্রঙ্কস ইউনাইটেড, বিবিএ, সোনার বাংলা এফসি, আইসাব, ব্রঙ্কস স্টার, জ্যামাইকা এফসি, বৈরাগীবাজার এফসি, বেঙ্গল ওয়ারিয়র, টুডোর এফসি এবং জলডুপ এফসি।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.