মাহবুব হাসান জেগে উঠলাম । ড. মাহবুব হাসান

0
মাহবুব হাসান
জেগে উঠলাম,
সে কোন অতল থেকে?
ঘুম থেকে নাকি কোমা?
জগত সংসার থেকে? পরাজগতের মর্মে—-,
মৃত্যুর গহন থেকে জেগে দেখি যেন সত্য নয় এ-জীবন!
এ নয় সেই পুরোনো পৃথিবী আমার,
কচি সবুজ ঘাসের দরোজা ঠেলে রোজ যে সূর্য
উঠতো পুবের আকাশে আমার
এ-দিন কি সেই চিরচেনা অমলিন দিন?
জেগে উঠেছি স্বপ্নের মধ্যে আরেক স্বপ্নের ঘোরে
পরাস্বপ্নের তেলেসমাতিসহ—
‘কুন’ বললে যখন সব হয়ে যেতো জাদুর মতন
বাতাশার গন্ধে ভরপুর তাজা সবুজ ম ম ঘ্রাণের পৃথিবী
আজ সে-রকম দিন নয়,
খরখরে, খসখসে, চিমসে, চটচটে আঁঠালো,
যেন নরকের কনসেপ্টে বানানো কোনো মৃত্যুপুরী—-
বারুদের গন্ধে ধা ধা করে বেডে যাচ্ছে রক্তচাপ,
বাড়ছে পণ্যের দাম, ডিজাইনের নহর
নরক গুলজার করছে—
জেগে দেখি এই সব রগরগে দৃশ্য!
অমানবিক, অনৈতিক, অভব্য চারদিকে খেলা করে
আমি তাকে দেখিনি কখনো,
কোথাও দেখিনি তাকে, তবু আজ আমারি সামনে
নতুন দৃশ্য, নতুন কবিতার পৃথিবী নির্মিত হলো!
এই প্রথম আমার মজ্জমান চেতনার জলরাশি ভেদ করে
আমি নতুন পৃথিবী—
জেগে উঠলাম।
০৫/২২/২০২১
আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.