মাহবুব হাসান । একটি পেরেক

0

মাহবুব হাসান
একটি পেরেক
তাম্র বর্ণ একটি পেরেক
খাঁজ কাটতে কাটতে ঢুকে যাচ্ছে
লালরঙের বাহারী সবুজের গহণ অন্তরে—-
তোমার চারপাশে ঘুরছে অদৃশ্যপ্রায় এক টুকরো ছায়া
সে যেন নির্জন জগতের,
বাংলা কবিতার ঘেসো-বুক থেকে
খাবলে নেবে এ-দেশের পলিময় মাটি, সবুজ রঙ আর
দ্রোহী স্বভাব জীবনের—-
এই রকম বাতাবরণ তোমাকে ঘিরেছে আজ!
তুমি রেগে টঙ
নট নড়ন-চড়ন
তুমি গৃহবন্দী,
পেরেকটি তোমার জিহ্বায় ঢুকে পড়লো,
তুমি ট্যা-টু করতে পারছো না! তোমার
রঙ ভয়ার্ত হরিণী যেন
পলায়ণপর স্মৃতির মতো দিচ্ছো ঝাপ
প্রাণের চৌকাঠ ফেলে
নীরবতায় সাজানো অলৌকিক জীবনের শয্যায়—-
এই সব হলে
সাহসের দরোজা জানালা আর
গৃহস্থলির বেড়া ভেঙে বেরিয়ে এসো!
নিষ্ঠুর নগরের লালসা ভেঙে
রাজপথে হাঁকাও তোমার দ্রোহের মিছিল!!!
০১/০৮/২২
ঢাকা

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.