কলুর বলদ ৷ মাহবুব হাসান । নিউ ইয়র্ক

0

মাহবুব হাসান
কলুর বলদ

দিন আর রাত
এই ধারণার পেছনে যে অবয়ব রয়েছে লুকিয়ে
তার কোনো রূপারূপ নেই,
তার অন্তরে নেই আলো-আঁধার
ফাদার ও মৌলানারা যা বলেন
তা এক পরাবাস্তব চেতনার মখমলে গাঁথা
অশরীরী পৃথিবীর কথা,
সেখানে যুক্তি অচল
বিশ্বাসের ফল্গু থেকে অবিরল বেরিয়ে আসছে
রাত আর দিন!

মানুষ তো এক প্রতীক পরান,
ধুকপুক ছাডা তার নেই কোনো চৈতন্যের শিরদাঁডা
তার আছে কেবল চিন্তা ও বিশ্বাসের পাটাতন,
আছে নিখিলের পাড়ায় পাড়ায় নক্ষত্রের আলো
উত্তাপবিহীন ধিকিধিকি আলো,
সিকি-আধুলির মতো
দরোজায় দরোজায় তা বাজতে থাকে অবিরল!

এই সব রাত আর দিন
অমলিন আলোর বাখানি চলে ,
হাসি-তামাশা-ভরা ঢল
অন্ধকারের ঘানির রশি বোনে,
আমাদের অন্তরাত্মা সেলাই করেছে সেই কবে!

আমরা কলুর বলদ এ-দুনিয়ার!!

১১/১৯/২০২০
নিউ ইয়র্ক

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.