গাংনীতে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২০-২১ অর্থবছরে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গাংনী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাসেল রানা এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ ও উপজেলা কৃষি কর্মকর্তা কে এম শাহাবুদ্দিন আহমেদ। এ প্রকল্পের আওতায় পৌরসভাসহ ৯টি ইউনিয়নে মোট ৭৫০ জন কৃষকের মাঝে মাসকলাই ৫ কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি ৫ কেজি করে বিতরণ করা হয়। কাথুলী ইউনিয়নে ৮০ জন, তেতুঁলবাড়ীয়া ৭০, কাজিপুর ৮০, বামুন্দি ৮০ জন, মটমুড়া ৯০ জন, ষোলটাকা ৬০ জন, সাহারবাটি ৭০ জন, ধানখোলা ৯০ জন, রাইপুর ৭০ ও পৌরসভা ৬০জন। এ সময় এমপি প্রতিনিধি মনিরুজ্জামান আতুসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা উপস্থিত ছিলেন।