ডিমলায় উপনির্বাচনে প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করেছেন আওয়ামী পরিবারের স্বতন্ত্রপ্রার্থী

0

নিজস্ব প্রতিনিধি : দেশের জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে আসার প্রাক্কালে দেশের বিভিন্ন স্থানে সংসদ, উপজেলা, পৌর এবং উপনির্বাচনের ধারা চলমান রয়েছে। নির্বাচনের এই ধারাবাহিকতায় আসন্ন ৩ নং ডিমলা ইউনিয়ন উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ মার্চ-২০২৩। এলাকাবসী সূত্রে জানা যায় ডিমলা ইউনিয়নের সদ্য প্রয়াত চেয়ারম্যান আবুল কাশেম সরকার (যিনি বর্তমান ডেমার-ডিমলার সংসদ সদস্য জনাব আফতাব উদ্দিন সরকারের আপন ভাই) তিনি মৃত্যুবরণ করলে আসনটিতে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন এমপি সাহেবের আপন ভাইপো এ.এইচ. এম ফিরোজ। নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীকে মনোনয়ন না পেয়ে এ নিয়ে একাধিক যোগ্য প্রার্থী হিসেবে দাবিদার সাবেক ত্যাগী ছাত্র নেতাদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। এছাড়া কিছুদিন আগে অনুষ্ঠিত ইউনিয়ন নির্বাচন এবং আগামী ১৬ মার্চের উপনির্বাচন নিয়ে অত্র ইউনিয়নের জনমনে নানা প্রশ্ন রয়েছে। সাধারন ভোটারদের মধ্যে গুজব ছড়িয়ে দাওয়া হচ্ছে যেকোনো উপায়ে এ. এইচ. এম ফিরোজ কে জিতিয়ে আনা হবে! নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোটার বলেছেন, যেহেতু ডিমলা উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলালীগ সহ সকল লীগের ভাইটাল পদে এমপি পরিবার এমনকি মূল আওয়ামী লীগে ভাই-ভাই সভাপতি-সাধারণ সম্পাদক হিসেবে রাজত্ব করছেন সেহেতু এখানে নির্বাচন প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য নৌকা প্রতীকের প্রার্থী এমপি ভাইপো ফিরোজের নামে একাধিকবার ভারতীয় গরু চোরাচালানের অভিযোগ উঠেছে যা চ্যানেল-২৪ এর সংবাদে প্রচারও হয়েছে। সেই সংবাদে এরকম ভয়ঙ্কর তথ্য আছে যে, এ.এইচ.এম ফিরোজ এখানকার গরু সিন্ডিকেটের মূল হোতা। তাই তার অনুসারী সুবিধাভোগীরা এই নির্বাচনে প্রভাব বিস্তার করার চেষ্টা চালাবে। ডিমলা ইউনিয়নের আওয়ামী পরিবারের স্বতন্ত্র প্রার্থী উৎপল কুমার সিংহ রায় (… পত্রিকার নাম) কে জানিয়েছেন, “ইতিমধ্যে এই এমপি পরিবার লীগ গরু সিন্ডিকেটের সদস্যগণ আমার কর্মীদের ভয়-ভীতি ও হুমকী প্রদর্শন শুরু করেছে। তারা নিজেদের এতই মক্তিশালী মনে করে যে, এমন পরিস্থিতিতে সুষ্ঠ সুন্দর নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে বর্তমান নির্বাচন কমিশন, সংশ্লিষ্ট প্রশাসন এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সদয় সুদৃষ্টি প্রার্থনা করছি।”

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.