তুমিও জানো/ কাজী আতীক
তুমিও জানো/
কাজী আতীক
বৃষ্টি ঝরে,
বৃষ্টির জলস্পর্শে আর্দ্র হয় ভূমি,
তুমিও জানো
পাথরে বিধৃত হয় না আর্দ্রতা কখনো!
মানুষের মধ্যে কেউ কেউ পাথর মনন
হয়তো বোধ বিকৃতি নয়-
অনুভবে বিধৃত বৈরি মানস,
তারা কখনো সহমর্মি নয়।
যা কিছু দায় যেনো প্রকৃতিরই কেবল।
তুমিও জানো,
যদিও ক্লীব নয়, তবে মানুষও ঊষর হয়।
(নিউ ইয়র্ক, ৪ ফেব্রুয়ারি ‘২০২৪)