একদা এক শুভক্ষণে/ কাজী আতীক

0

একদা এক শুভক্ষণে/
কাজী আতীক।

যদি মুগ্ধ ছুঁয়েছিলো সময়ের চোখ
অনুক্ষণ উন্মুখ অনুভব গভীরে,
বাৎসল্য অনুরাগ অভিলাষ প্রেমে
যে কাহিনীর শুরু, তারই অনুনাদ
আজও- এই বহু যুগ পরেও
এক অনুপম অনুসঙ্গ অনুরুপ,
যেমন উৎসব পার্বণের নিয়ামক
যেনো শুক্লা প্রতিপদ প্রত্যাশার চাঁদ।

জানি কিছুই অভিনশ্বর নয়,
কোনো সুখ কিংবা আনন্দ যাপন
কোনো বিমুগ্ধ অনুভব-
আসলে স্থায়ী নয় কিছুই, তবুও
অস্থিত্ব শুরুর সেই মাহেন্রক্ষণ
অনন্য শোভন এক আনন্দ স্মরণ।

হয়তো কেবলই এক আবর্ত সময়
নির্বিশেষ অনুরণন যেমন, তবুও
নিজস্ব অভিভুত অনুভুতি বিভাস,
ফিরে আসে, ফিরে আসে বার বার।

(নিউ ইয়র্ক, ১৬ মার্চ ‘২০২৪)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.