এনজিওদের কেউ সভা-সেমিনারে অনুপস্থিত থাকলে বাৎসরিক প্রত্যায়ন বাতিল

0

মাহফুজ আলম, কাপ্তাই ( রাঙামাটি) থেকে : এনজিওদের কেউ সভা-সেমিনারে অনুপস্থিত থাকলে বাৎসরিক কর্যক্রমের প্রত্যায়ন বাতিল করা হবে. রাঙামাটি জেলায় যে সকল এনজিও সংস্থা গুলো কাজ করে তারা যদি জেলা প্রশাসনের আয়োজিত মাসিক সভা বা জাতীয় দিবস সমূহ উদযাপনের প্রস্তুতিমূলক সভা-সেমিনারে অংশগ্রহন না থাকলে তাদের বাৎসরিক প্রত্যয়ন দেয়া হবেনা বলে সাফ জানিয়ে দিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন।বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদের সভাপতিত্বে এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন এসব কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিভিন্ন সভায় এখানকার এনজিওগুলো প্রশ্নবিদ্ধ থাকে।

এছাড়াও পত্র-পত্রিকায় এনজিও সংস্থা গুলোকে নিয়ে লেখালেখিও চোখে পড়েছে। তাই এখানে উপস্থিত সকল এনজিও কর্মীদের আমি বলবো জাতীয় দিবস সমূহ পালনে প্রশাসনের সাথে সাথে আপনাদের কার্যক্রম যাতে সকলের নজরে আসে।সভায় রাঙামাটি জেলার বেসরকারি ৩৭ টি স্বেচ্ছাসেবী এনজিও সংস্থা হিল ফ্লাউয়ার, আশা, খ্রীষ্টিয়ান হাসপাতাল ( চন্দ্রঘোনা), টংগ্যা, আশ্রয় আঙ্গন, দি লেপ্রসি মিশন বাংলাদেশ, ব্রাক, এফপিএবি, জুম ফাউন্ডেশন, টিআইবি, কনসানর্ড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট ( সিডব্লিউএফডি), শান্তির আলো উন্নয়ন সংস্থা, আশিকা, গ্রীণহিল, আইডিএফ, কারিতাস, শাপলা নারী উন্নয়ন সংস্থা, পদক্ষেপ, আগাপে, পাড়া, সাস, আরএইচস্টেপ, হিমাওয়ান্তি, ইপসা, মোনঘর, শাইনিং হিল, ওয়েল ফেয়ার এসোসিয়েশন, প্রোগ্রেসিভ, উইভ, সিএইচটি উইমেন ফোরাম, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), ব্যুরো বাংলাদেশ, সূর্যের হাসি ক্লিনিক, প্রশিকা, শক্তি ফাউন্ডেশন, সিআইপিডি, পুগোবেল এর প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.