নকলায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ভূট্টা চাষ

0

ইউসুফ আলী মন্ডল , নকলা প্রতিনিধি : নকলা উপজেলার বিভিন্ন গ্রামে চাষীদের ভূট্টা চাষ এখন বানিজ্যিক কৃষিতে পরিণত হয়েছে। গত বছরের চেয়ে এবার অনেক বেশি চাষ হয়েছে ভূট্টার। নকলা উপজেলার কৃষি অফিসার পরেশ চন্দ্র দাস জানান, ১৪শ ৫০ হেক্টর জমিতে নানা জাতের ভূট্টার আবাদ হয়েছে। জাত গুলির মধ্যে সুপার সাইন ২৭৬০, অটো ৯৮৭ কে, পাইওনিয়ার পেসিফিক ৬০, একরে ফলন হচ্ছে ১শ ২০ মন। যা বাজারে বিক্রি করে কৃষক পাচ্ছেন ৭০ থেকে ৮০ হাজার টাকা। ইহা স্বপ্ল মেয়াদী ফসল মাত্র ৫ মাসেই ঘরে আসে। নকলা উপসহকারী কৃষি কর্মকর্তা আলতাব হোসেন জানান, তার ব্লকে নারায়ণ খোলায় ৮৫০ একর জমিতে ভূট্টার চাষ হয়েছে। সমপরিমাণ জমিতে ধান আবাদ করলে কৃষকের উৎপাদন খরচ হয় ৩০ হাজার টাকা বিক্রি করে পান ৫০ হাজার কা। লাভ হয় মাত্র ২০ হাজার টাকা। কিন্তু ভূট্টা চাষ করলে একরে খরচ হয় ৩০ হাজার টাকা। বিক্রি করে পাওয়া যায় ৮০ হাজার টাকা। লাভ হয় ৫০ হাজার টাকা। দিনে দিনে ভূট্টা চাষে ব্যাপক আগ্রহ বাড়ছে কৃষকের। গত বছরের চেয়েএবার ২৫০ হেক্টর জমিতে ভূট্টার আবাদ বেশি হয়েছে। এখন মাঠ থেকে অগ্রিম ক্রয় করে নিচ্ছেন খাদ্য উৎপাদনকারী কারখানা ও প্রোল্টি খামার মালিকরা। কৃষক মোজাম্মেল হক বিডি২৪ভিউজ কে জানান ভূট্টা চাষে লাভ হয়েছে অনেক বেশি।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.