গণহত্যা দিবসে ইবি ছাত্রলীগের মোমবাতি প্রজ্বলন

0
ইবি প্রতিনিধি: গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাত ৮ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে এ কর্মসূচি পালন করে তারা। পরে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্বলন করে তারা।

এসময় ছাত্রলীগ নেতা আলামিন জোয়ার্দার, তৌকির মাহফুজ মাসুদ, ফয়সাল সিদ্দীকী আরাফাত, বিপুল খানসহ প্রমুখ নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এসময় তারা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। এদিকে দিবসটিকে স্মরণ করে রাত ৯টায় ক্যাম্পাসে আলো নিভিয়ে ১ মিনিটের জন্য প্রতীকী ব্লাক আউট কর্মসূচি পালন করা হয়।

এছাড়া দিবাগত রাতে ১৯৭৫ এর ১৫ আগস্টে শাহাদত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারবর্গ, জাতীয় চার নেতা এবং মহান স্বাধীনতা যুদ্ধে বীরঙ্গনাসহ সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে বাদ এশা কেন্দ্রীয় মসজিদে কুরআনখানি ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.