নবীনগরে বিনামূল্যে বীজ ধান বিতরণ

0

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : মুজিবশতবর্ষ উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের বাশারুক গ্রামে বৃহস্পতিবার বিকেলে, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যায়লয়ের উদ্যোগে ও নবীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় আমন ২০২১ মুওসমে ১০০জন কৃষকের মাঝে বিনামূল্যে বি আর বাইস,বি ধান ৪৬,বি ধান ৪৯,বি ধান ৮৭, বি ধান ৯৫সহ ৫ জাতের ধানের বীজ বিতরণ করা হয়।
নবীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেকের সভাপতিত্বে বীজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি কুমিল্লা প্রধান চিফ সাইন্টিফিক অফিসার ড. আমিনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. মোহাম্মদ হোসেন, সিনিয়র সাইন্টিফিক অফিসার ড.মামুনুর রশিদ,সাইন্টিফিক অফিসার ফারুক হোসেন খান, সাইন্টিফিক অফিসার একে এম সালাউদ্দিন, সাইন্টিফিক অফিসার ইশরাত জাহান, উপসহকারী কৃষি অফিসার রফি উদ্দিন সরকার শিপন,নবীনগর প্রেস ক্লাবের সভাপতি জালাল উদ্দীন মনির, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চলনা করেন বাশারুক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আক্কাছ আলী আমিন।
উপস্থিত সাইন্টিফিক অফিসারগণ কিভাবে এই বীজ ধান রুপন করলে ভাল ফলন পাবে সেই ব্যাপারে কৃষকদের অবগত করেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.