ডোমারে ভালো দামে বাদাম বিক্রি- খুশি কৃষক

0

সত্যেন্দ্র নাথ রায়, নীলফামারী প্রতিনিধি : নীলফামারী ডোমারে বাদামের ভালো দাম পাওয়ায় কৃষক স্বস্তি পেয়েছে। কয়েক বৎসর ধরে বাদামের ভালো দাম থাকায় ডোমারেও ব্যপক ভাবে বাদামের চাষাবাদ বৃদ্ধি পেয়েছে। সরেজমিনে গিয়ে ডোমার চিকনমাটি এলাকার আবুতালেবের ছেলে শাহিনুর ইসলাম এর সাথে কথাহলে জানান আমরা এই বাদাম চাষ করতে চাই নাই, ডোমারের বর স্যার এর পরামর্শে এইবার, ১ একর ৩৩ শতাংশ জমিতে (ঢাকা চেক) বাদাম চাষ করি।

বাদাম মুলত তিন জাতের হয়ে থাকে, বারি ৬/৮ চিলমারী ও ঢাকা বাদাম মোট খরচ হয় ২৮ হাজার টাকা একর প্রতি ফলন ২৭হতে ৩০ মন,বর্তমান প্রতিমনের মুল্য দুইহাজার ৫ শতটাকা, কৃষকদের উদ্বুদ্ধকরণে অগ্রনী ভুমিকা রাখে ডোমার উপজেলা কৃষি অফিসার, কৃষকদের মাঠেগিয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারাও প্রতিনিয়ত একনিষ্ঠ ভাবে তাদের দায়িত্ব পালনে সচেস্ট ছিল। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) আনিসুজ্জামান বলেন এবারে ৮শত বিশ হেক্টর জমিতে বাদাম চাষাবাদ করা হয়েছে, যার লক্ষ্য মাত্রাছিল, ৮শত ১০ হেক্টর।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.