ডোমারে মাঘের বৃষ্টিতে সরিষার ব্যাপক ক্ষতির আসংঙ্কা

0

সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি : শীত কাটতে না কাটতেই এক দুই দিনের মাঘের বৃষ্টিতে সরিষা ক্ষেতের ব্যাপক ক্ষতির আশংঙ্কা করছে কৃষক। মাটিতে পড়েছে সরিষা গাছ, ক্ষেতে জমেছে পানি, এই অবস্থা দেখে ফসল ঘড়ে তুলতে পারবে কিনা এই আসংঙ্কা কৃষকের মনে।এ বছর নীলফমারীর-ডোমারে শত শত হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। শুরু দিকে সরিষা গাছের ভালো অবস্থা দেখে চাষীরা মনে করেছিল ফলন বেশ ভালোই হবে। কিন্তু টানা কয়েক দিনের বৃষ্টিতে ফ্যাকাসে হয়েগেছে কৃষকের মন।

অতি বৃষ্টি ও দমকা হাওয়ার কারনে সরিষার গাছ গুলো জমিতে পরে আছে,কোন কোন জমিতে পানিতে ঢুবে আছে।আবার শনিবার গুটি গুটি বৃষ্টির কারণে অনেক ফসলের ক্ষয়ক্ষতি সম্ভবনা দেখা দিয়েছে, আলুর ক্ষেতও কিছু নষ্ট হয়ে গেছে। সরিষা ঘরে তুলতে পারবে কিনা সে চিন্তায় কৃষকের মাথায় পড়েছে হাত। তবে সংশ্লিষ্টরা বলছেন এভাবেই দুই তিন দিন পানি পড়লে যেটুকু সরিষা আছে একটুকুও ঘরে তুলতে পারবে কিনা সন্দেহ। উপজেলা কৃষি অফিসার আনিছুজ্জামান জানায় এবারে উপজেলায় ৪ শত ৯৫ হেক্টর মিতে সরিষার চাষাবাদ করা হয়েছে।প্রকৃতি গত পরিস্থিতি বিষয়ে কৃষকের জমিনের পানি নিষ্কাশন সহ কৃষকের যে কোন ফসল রক্ষায় প্রতিনিয়ত নানা পরামর্শ দিয়ে যাচ্ছি।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.