ডোমারে বৃষ্টিতে কাটা ধান পানিতে তলিয়ে বিপাকে কৃষক

0

সত্যেন্দ্রনাথ রায় , ডোমার (নীলফামারী)প্রতিনিধি : নীলফামারীর ডোমারে জমিনের কাটা ধান পানিতে তলিয়ে থাকায় কৃষক পরেছে বিপাকে।
১৩ ই মে শুক্রবার দিবাগত রাতে কয়েক ঘন্টার আকাশের বৃষ্টিতে জমিতে কেটে রাখা ধান পানিতে তলিয়ে যাওয়ায় বিপাকে পরেছে কৃষক। হরিনচড়া ইউনিয়নের নিভারন চন্দ্র রায়,জয়নাল হোসেন,রবিচন্দ্র বর্মনের খেতে গিয়ে দেখা যায় কাটা ধান পানীতে তলিয়ে গেছে জমিনের স্তর নিচু হওয়ায় (আইল)মাল্লী কেটে দিয়ে পানি নিষ্কাশনে হচ্ছেনা কোন সুফল। হওয়া ধান ঘরে তুলতে পারবেন কিনা কৃষক প্রাকৃতিক এমন দুর্যোগে কৃষকের মুখে লক্ষ্যকরা গেছে হতাশার ছাপ। কথা হলে উপ-সহকারী কৃষি অফিসার মুকুল চন্দ্র রায় বলেন মাল্লী (আইল) কেটে জমিনের পানি নিষ্কাশনের নানা পরামর্শ দেয়া হচ্ছে।

কৃষি অফিস সুত্রে জানাযায় এবারে ডোমারে উপজেলায় ১৩ হাজার দুইশত ত্রিশ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ করা হয়েছে।আবহাওয়া অনুকূলে ছিল বলে এবারে ধানের বাম্পার ফলন হয়েছে।কথা হলে উপজেলা কৃষি অফিসার আনিছুজ্জামান জানান গত কয়েক দিন ধরে ধানকাটা খড় মাড়াই শুরু হয়েছে প্রকৃতির এর উপরেতো কারো হাত নেই কৃষক জমিনের মাল্লী (আইল)কেটে পানি নিষ্কাশন ব্যবস্থা-সহ কাটার উপযোগী ধান গুলোকে দ্রুত ঘরে তোলার জন্য কৃষককে পরামর্শ দিয়ে যাচ্ছি,এবার ধানের ভালো দাম ও ফলন ভালো হওয়ায় কৃষক বেশ খুশী।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.