খবর না থাকাটা শুভ যেমন/ কাজী আতীক। নিউ ইয়র্ক

খবর না থাকাটা শুভ যেমন/
কাজী আতীক।
চোখ থেকে চশমাটা সরালেই বদলে যায় পারিপার্শ্বিক
দুচোখের এক্সিসের বেজায় ফারাক
তাই সবই কেমন অস্পষ্ট এবং তির্যক
বস্তুত এক ভিন্ন পৃথিবী যেনো।
রঙচটা ক্যানভাসে কোনো প্রতিকৃতি, যেমন
ধুলো বালি মাখা লাস্ট সাফার অথবা মোনালিসা ছবি,
এমনকি তুমিও, যেনো এক ভিন্ন চেহারার তুমি।
তবে সত্যি করে যদি বলি এর কিছুটা সুফলও আছে
যেমন বর্তমানের যে বাস্তবতা তাতে এই অস্পষ্ট দেখা
অনেকটা আশীর্বাদের মতোই- এক নিষ্কৃতি যেনো,
কোনো খবর না থাকাটা শুভ যেমন- এক ভিন্ন প্রশান্তি।
(নিউ ইয়র্ক, ১৬ জুন, ‘২০২১)
কাজী আতীকখবর না থাকাটা শুভ যেমননিউ ইয়র্ক
Comments (0)
Add Comment