অতঃপর নক্ষত্র বিলাপ/ কাজী আতীক। কিশোরগঞ্জ

অতঃপর নক্ষত্র বিলাপ/
কাজী আতীক।
আকাশ বিদীর্ণ হলো,
যে কথা না হলেই ভালো ছিলো
সে কথা হয়ে গেলে-
সহসা অনিবার্য হলো রাশি রাশি উল্কার পতন।
অচিরই ধেয়ে এলো হাজার আগুনে উৎপাত
পৃথিবী অভিমুখে, স্তম্ভিত হতবাক সৌর সংসার।
বাতাস উত্তপ্ত হলো,
সহসা অনিবার্য হলো গ্রহানু ঝড়!
অতঃপর নক্ষত্র বিলাপ থেমে গেলে
কেবল এক শুনসান শূন্যতা, বহতা বিরাজমান।
(কিশোরগঞ্জ, ১৯ জুলাই ‘২০২১)

অতঃপর নক্ষত্র বিলাপকাজী আতীককিশোরগঞ্জ
Comments (0)
Add Comment