কবিতা “বাঁচার রসদ ” কলমে : পম্পা ঘোষ

কবিতা “বাঁচার রসদ ”
কলমে : পম্পা ঘোষ

নাইবা লিখলাম নতুন করে নতুন কবিতা,
হৃদয় গহীনে রাখবো লিখে জীবনের যত কথা।
হ্যাঁ কবিতা! আমি তোমাকেই বলছি,
কবিতা – তুমি কিন্তু আমার সঙ্গেই থেকো।
চলার পথে আঁধার জীবনে তুমিই তো একমাত্র আলো আমার।
যখন পথ হারিয়ে খুঁজে ফিরবো দিশাহীন পথে
কবিতা- তখনও কিন্তু পাশেই থেকো,
জোনাক হয়ে পথ দেখিও পথহারা এই আমাকে।

বিদায় চেওনা কবিতা!
কিভাবে বিদায় দেবো তোমাকে!
স্বার্থের মোহে আপন পরের খেলায় যখন দূরে সরে যায় চেনা মুখ গুলো,
আকাশ ভরা শূণ্যতা যখন আষ্টেপৃষ্ঠে ধরে বিষিয়ে তুলে জীবনটা,
তখন তুমিই তো ছিলে আমার প্রেরণা হয়ে।
হ্যাঁ কবিতা-
তোমাতেই যত ভালো লাগা
তোমাতেই সব ভালোবাসা,
তোমাতেই তাই মিশে যাই আমি
তোমাতেই সব সুখ প্রত্যাশা।

জানি জীবনের পরিক্রমায় একদিন নিভে যাবে প্রাণ বায়ু,
শেষ হবে যখন জীবনের অধ্যায়।
জেনে রেখো কবিতা – আমি তোমাকেই বলছি
তখনও তুমি আমারই হবে,
তখনও তুমি আমাতেই মিশে রবে।।

পম্পা ঘোষ
Comments (0)
Add Comment